বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডুয়েট উপাচার্যের শোক
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ (৩০ ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতার এক উজ্জ্বল প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাঁর নিরলস সংগ্রাম ও ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আজীবন সাধারণ মানুষের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত।’
মাননীয় উপাচার্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।