ডুয়েটে আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন কেএনআই হলের টিম ধূমকেতু
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের টিম ধূমকেতু বিজয় ২৪ হলের টিম গ্ল্যাডিয়েটরসকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।
খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বিজয়ী, বিজিত ও খেলায় অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। পুরস্কার বিতরণকালে মাননীয় উপাচার্য বলেন, ‘খেলাধুলা শারীরিক গঠন, মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে সহায়তা করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একান্তভাবে জরুরি।’ তিনি আরো বলেন, ‘জয়-পরাজয় মিলেই খেলাধুলা। এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে।’
বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার খেলায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মনোদৈহিক বিকাশ ও সুস্থ মানসিকতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে।’
টুর্নামেন্টে বিভিন্ন হলের ১০ টি দল অংশগ্রহণ করে। পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।