ডুয়েটে সিটিজেন চার্টার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ সিটিজেন চার্টার শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে ‘সেবা ও সেবার ধরন নির্ধারণ কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর, ২০২২ খ্রি.) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
ডুয়েটের অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিম ও সিটিজেন চার্টার পরিবীক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএইউ), গাজীপুর এর ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রশিক্ষণ প্রোগ্রামে সভাপতিত্ব করেন ডুয়েটের এপিএ টিমের টিম লিডার ও আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ। প্রোগ্রামে বক্তব্য প্রদান করেন সিটিজেন চার্টার পরিবীক্ষণ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন সিটিজেন চার্টার পরিবীক্ষণ কমিটির সদস্য ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। প্রশিক্ষণ প্রোগ্রামটি সঞ্চালনা করেন সিটিজেন চার্টার বিষয়ক কমিটির ফোকাল পয়েন্ট ও ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকী।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধান এবং এপিএ সংক্রান্ত বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টগণ অংশগ্রহণ করেন।