ডুয়েট ডে- ২০২৪ উদযাপিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২১তম বর্ষপূতি উপলক্ষ্যে ‘প্রযুক্তি দিয়ে গড়ব দেশ/ বৈষম্য মুক্ত বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ডুয়েট ডে- ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা ও পায়রা উড়িয়ে ডুয়েট ডে- ২০২৪ এর উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডুয়েট ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শওকত ওসমান। আরো বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, তড়িৎ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম। এছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডুয়েটের যানবাহন দপ্তরের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুন আল রশীদ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থী মো. আমান উল্লাহ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষা ও গবেষণার মাধ্যমে ডুয়েটকে এগিয়ে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মনির হোসেন ও তড়িৎ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ডুয়েটের বিভিন্ন ক্লাবসমূহের স্টল পরিদর্শন করেন। এ স্টলগুলোর মধ্যে রয়েছে সৃজনী, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, ডুয়েট রোবোটিক্স্র ক্লাব, স্থাপত্য সংঘ, ডুয়েট ডিবেটিং সোসাইটি, ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডুয়েট কম্পিউটার সোসাইটি, ডুয়েট সাংবাদিক সমিতি, ম্যাথ ক্লাব, ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব, ডুয়েট স্পোর্টস ক্লাব। দিবসটি উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচীর মধ্যে আরো ছিল ছাত্র-শিক্ষক ও ছাত্র-কর্মকর্তা প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।