জনদরদী ও গণমানুষের নেতা শহীদ আহ্সান উলাহ্ মাস্টার - ডুয়েট উপাচার্য
সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বহুমাত্রিক শক্তিতে আলোকিত জনদরদী ও গণমানুষের নেতা শহীদ আহ্সান উলাহ্ মাস্টারের ১৯তম শাহাদাতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার (৭ মে, ২০২৩ খ্রি.) এক বাণীতে উপাচার্য বলেন, গণতন্ত্রকামী এই ত্যাগী ও জননন্দিত নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়সহ মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এজন্য তাঁকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে
বাণীতে উপাচার্য আরো বলেন, দেশবরেণ্য রাজনীতিক শহীদ আহ্সান উলাহ্ মাস্টার ছিলেন সংগঠন অন্তপ্রাণ মানুষ। তিনি মাটির মানুষের কাছাকাছি পৌঁছে নিঃস্বার্থভাবে রাজনীতি করে গেছেন। গণমানুষের সুখে-দুঃখে নিজেকে নিবেদিত করে আপামর জনগণের নেতা হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করে শহীদ আহ্সান উলাহ্ মাস্টারও কর্মী থেকে সংগঠক হয়েছেন। ধীরে ধীরে গণমানুষের রাজনীতিকে ধারণ করে তিনি সংগঠক থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তিনি ছিলেন ব্যতিক্রমী দেশপ্রেমিক একজন নেতার প্রতিকৃতি। তিনি গতানুগতিক স্বার্থবাদী রাজনীতির পরিবর্তে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে বঙ্গবন্ধুর আর্দশ ও দর্শনকে ধারণ করতেন। দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে রাজনীতির মাঠে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। রাজনীতি যখন পেশি ও অর্থশক্তির উৎস হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছিল তখন তিনি মানুষের কল্যাণের জন্য রাজনীতির কথা বলে গেছেন। বঙ্গবন্ধুর মতো তিনিও প্রমাণ করেছেন নিঃস্বার্থ রাজনীতির চেয়ে আর বড় কোনো রাজনীতি হতে পারে না। ফলে কালের পরিক্রমায় তিনি একজন আদর্শ শিক্ষক থেকে রাজনীতির শিক্ষককে পরিণত হয়েছিলেন। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি নেতা।
তিনি আরো বলেন, শহীদ আহ্সান উলাহ্ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা। কৃষক-শ্রমিক তথা আপামর মেহনতি মানুষেরও তিনি ছিলেন অতি আপনজন। একজন ত্যাগী ও নিবেদিত নেতা হিসেবে তিনি জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহস ও মনোবল নিয়ে মেহনতি মানুষের অধিকার আদায়সহ গণতন্ত্রের বিকাশে বলিষ্ঠ ভূমিকা রেখেছন। শহীদ আহ্সান উলাহ্ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদী নেতাকে বাঙালি জাতি আজীবন স্মরণ করবে এবং তাঁর সাহসী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
উপাচার্য দেশবরেণ্য রাজনীতিক শহীদ আহ্সান উলাহ্ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।