ডুয়েটে ‘ডি-নথির ব্যবহারিক’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘ডি-নথির ব্যবহারিক’ বিষয়ক প্রশিক্ষণ আজ মঙ্গলবার (২১ মার্চ) বিশ^বিদ্যালয়ের আইআইসিটি ল্যাব-২ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডুয়েটের ইনোভেশন টিমের উদ্যোগে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ এবং চতুর্থ শিল্পবিপ্লবের সন্ধিক্ষণে নিজেদের মানিয়ে নিতে আমাদের মধ্যে ই-নথি ব্যবহারের যে সক্ষমতা তৈরি হচ্ছে, তা থেকে আরও একটি নতুন সংস্করণে যেতে সরকার ডিজিটাল নথি বা ডি নথি চালু করেছে। যেখানে উন্নত সার্ভার ব্যবস্থাপনা, ওসিআর, স্পিচ টু টেক্সট, এআই প্রযুক্তি সমন্বয় ঘটিয়ে ডি-নথি চালু করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরো বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিপরীতে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডি নথিসহ অন্যান্য সকলক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি সকলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে লালন করে দেশপ্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আহŸান জানান। এছাড়া তিনি অগ্নিঝরা এই মার্চ মাসে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ ডি-নথির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে শতভাগ বাস্তবায়নের উপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) ও ইনোভেশন অফিসার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল-এর চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ডুয়েটের এপিএ টিমের টিম লিডার ও আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট ও আইসিটি সেল-এর প্রোগ্রামার ইঞ্জিনিয়ার সোলাইমান আহমেদ ও নেটওর্য়াক ইঞ্জিনিয়ার মো. শিপন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি সেল-এর সহকারী প্রোগ্রামার ইঞ্জিনিয়ার মো. ইসমাইল হোসাইন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।