ডুয়েটে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালি, বৃক্ষরোপণ ও পোস্টার প্রদর্শনী
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালি, বৃক্ষরোপণ ও পোস্টার প্রদর্শনী হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘রিমেম্বারিং জুলাই হিরোস’ শিরোনামে র্যালি হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ডুয়েটের কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সম্মুখে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টার প্রদর্শনী হয়েছে।