ডুয়েটে ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) ফর ইউনিভার্সিটি অফিসিয়ালস্’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) ফর ইউনিভার্সিটি অফিসিয়ালস্’ শীর্ষক কর্মশালা আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রাজু আহমেদের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ও ডিভিশনাল হেড ড. ইঞ্জি. মো. মামুনুর রশিদ। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ব্যবস্থাপনা সম্পর্কে আমরা সকলেই জানি। প্রকৌশল ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট থিওরি রয়েছে। যেকোনো ক্ষেত্রে গুণগত মানসম্মত ফলাফল পাওয়ার জন্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। একইভাবে শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নতির জন্য সকল স্টেকহোল্ডার যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সুচারূরুপে পালন করে, তবেই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্য অনুযায়ী ডুয়েটে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যুগোপযোগী পরিবেশ তৈরিতে ইতোমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। এজন্য প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা প্রণয়ন, দক্ষ প্রকৌশল গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে জ্ঞান উৎপাদন এবং শিক্ষা, গবেষণা, প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে বিশ্বমানের একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো।’ তিনি এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আজকের কর্মশালার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, যে কোনো ক্ষেত্রেই ব্যবস্থাপনায় দূরদর্শিতার মাধ্যমে প্রতিষ্ঠানকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান অধিকতর উন্নয়নের জন্য এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
উক্ত কর্মশালার রিসোর্স পার্সন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ও ডিভিশনাল হেড ড. ইঞ্জি. মো. মামুনুর রশিদ বলেন, ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) একটি শক্তিশালী পদ্ধতি; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কার্যকারিতা এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার মান এবং সামগ্রিক শেখার অভিজ্ঞতা উন্নত করার জন্য টিকিউএম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।’ তিনি শিক্ষার্থীদের উপর মনোযোগ, ক্রমাগত উন্নতি, কোলাবোরেশন এবং ওনারশীপ ইত্যাদি বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করতে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।