ডুয়েটকে বিশ্বমানে পৌঁছাতে নবীন শিক্ষার্থীরাই হবে অগ্রদূত- ডুয়েট উপাচার্য
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, 'শিক্ষা, গবেষণা ও প্রকাশনা এবং কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের মাধ্যমে তোমরাই ডুয়েটকে বিশ্বের দরবারে পরিচিত করাবে।' আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ ও ‘রুলস্ এন্ড রেগুলেশনস্ ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘তোমরা কেবল ভালো প্রকৌশলী নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলবে।’ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান প্রতিটি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বিশ্বমানের জ্ঞানচর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সকল বাধা বিপত্তি পেরিয়ে গুটিগুটি পায়ে উদ্ভাবন, সৃজনশীলতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ সাধনে বিশ্বের দরবারে ডুয়েট শিক্ষার্থীরা নিজেদের একটা স্থান করে নিচ্ছে।' অনুষ্ঠানে উপাচার্য মহোদয় নবীন শিক্ষার্থীদেরকে ডুয়েটের সবুজ, শিক্ষাবান্ধব এবং মাদক, রাজনীতি ও আঞ্চলিকতামুক্ত ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত প্রকাশনায় আমাদের অগ্রযাত্রা আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃশ্যমান হচ্ছে। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।’
মাননীয় উপাচার্য বলেন, ‘প্রাণের ডুয়েট শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়- এটি উদ্ভাবন, গবেষণা, প্রজেক্ট, পাবলিকেশনের উৎকর্ষতা এবং মানবসম্পদ বিকাশের একটি কেন্দ্র।’ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেভাবে মেধার স্বাক্ষর রেখেছো, তেমনি আগামীতেও জ্ঞান অর্জন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’ এ সময় তিনি বলেন, ‘আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার চালুর মাধ্যমে ডুয়েটের ইতিহাসে নতুন ধারার সংযোজন হলো। আমি আশা করি, সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে সঠিক সময়ে পরীক্ষা শেষ করে তোমরা যোগ্য, দক্ষ ও মানবিকগুণ সম্পন্ন প্রকৌশলী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবে।’ এ সময় তিনি একনেকে অনুমোদিত এম-ডুয়েট প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্বমানের গবেষণাগার ও ল্যাব ফ্যাসিলিটিজ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। ডুয়েটের পরবর্তী যাত্রা- ভূমি সম্প্রসারণ মিশনে সামিল হওয়ার জন্য তিনি নবাগত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সময়ানুবর্তিতা মেনে ও শৃঙ্খলার সঙ্গে একাডেমিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে বিশ্বের দরবারে ডুয়েটের সুনাম আরও উজ্জ্বল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন অনুষদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, অফিস প্রধান ও আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রুলস্ এন্ড রেগুলেশনস্ ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক সেমিনারের প্রেজেন্টেশন শুরু হয়। পরে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধে অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রুলস, রেগুলেশনস ও ওবিই কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন তুলে ধরেন। এ সময় এটেনটিভ লিসেনার হিসেবে নবাগত তিনজন শিক্ষার্থীকে আইকিউএসির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীর পক্ষে থেকে প্রথম বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. লিমন মিয়া, সিএসই বিভাগের শিক্ষার্থী তুষি দত্ত ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মেহেদি হাসান তাদের অনুভূতি ব্যক্ত করেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর দপ্তর ও রেজিস্ট্রার অফিসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।