হিট প্রকল্পের উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য ইউজিসির সঙ্গে ডুয়েটের চুক্তি
‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের তিনটি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সঙ্গে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত হিট প্রকল্পের উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডুয়েট থেকে নির্বাচিত তিনটি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
এ সময় ডুয়েটের পক্ষ থেকে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং উপ-প্রকল্পগুলোর পরিচালক যথাক্রমে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ।
ডুয়েট থেকে নির্বাচিত তিনটি উপ-প্রকল্প হলো যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজের অধীনে “Carbon Capture from Exhaust Gas for Sustainable Industrial Effluent Treatment Process”, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদের অধীনে “Development of Fire Safety Assessment Framework for the Ready-Made Garments Industry in Bangladesh: Focusing on Combustible Materials and Fire Risk Mitigation” এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের অধীনে “A Laboratory Experiment on Artificial Intelligence-driven Tools in Higher Education: Paradigm Transformation and Academic Enhancement” শীর্ষক গবেষণা প্রকল্প। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি এই হিট প্রকল্পের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক।
উল্লেখ্য, হিট প্রকল্পের নির্বাচিত উপ-প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ডুয়েটের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন ও নতুন ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন, এ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন সাপোর্ট ফ্যাসিলিটিস ও ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।